২০১৭ সালের প্রথম ভাগে শুটিং শুরু। তারপর গত ৫ বছরে অনেক চড়াই-উতরাই পার করলো টিম ‘বিউটি সার্কাস’। ভিন্ন গল্পের আলোচিত ছবিটি আদৌ আলোর মুখ দেখবে কিনা, সন্দেহ তৈরি হয়েছিল খোদ মূল অভিনেত্রীর মনেও!
তবে সেসব উতরে এবার বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো ছবিটি। নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদ দিদার।
বৃহস্পতিবার (১৯ মে) এই নির্মাতা বলেন, ‘গতকাল (১৮ মে) বোর্ডের সদস্যরা ছবিটি দেখেছেন। অবশেষে ছবিটি সেন্সর বোর্ডের বৈতরণী পার করেছে প্রশংসার সঙ্গে। কাটা পড়েনি একটি দৃশ্যও। এবার মুক্তির পালা। আমার আগ্রহ কোরবানির ঈদ নিয়ে। বাকিটা দ্রুতই চূড়ান্ত হবে।’
চরিত্রটির প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টান্টম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের রোমাঞ্চকর কাজগুলোর মধ্যে অন্যতম। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনোদিন যাননি, আবার এমন কিছু চরিত্র প্রদর্শনের সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাও পুরোপুরি নতুন।’
সরকারি অনুদানের তৈরি এই ছবিতে জয়া ছাড়াও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, হুমায়ুন সাধু প্রমুখ।