২০১৭ সালের প্রথম ভাগে শুটিং শুরু। তারপর গত ৫ বছরে অনেক চড়াই-উতরাই পার করলো টিম ‘বিউটি সার্কাস’। ভিন্ন গল্পের আলোচিত ছবিটি আদৌ আলোর মুখ দেখবে কিনা, সন্দেহ তৈরি হয়েছিল খোদ মূল অভিনেত্রীর মনেও!
তবে সেসব উতরে এবার বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো ছবিটি। নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদ দিদার।
সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস দল আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও বিউটি নামের একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে।
চরিত্রটির প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টান্টম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের রোমাঞ্চকর কাজগুলোর মধ্যে অন্যতম। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনোদিন যাননি, আবার এমন কিছু চরিত্র প্রদর্শনের সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাও পুরোপুরি নতুন।’