এর আগে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল আউয়াল বলেন, ‘আমি আমার সহকর্মীদের বলেছিলাম, আমাকে যদি নিউজিল্যান্ড বা বিলেতে কোথাও নির্বাচন কমিশনার করে দেওয়া হতো, তাহলে আমি চেয়ারে বসে চা খেতে খেতে নির্বাচনটা শেষ করে দিতে পারতাম। আমার কোন স্ট্রেস হতো না। আমার প্রেশার বাড়ত না।’
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সদ্য পদোন্নতি পাওয়া ডিআইজি জিহাদুল কবির, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা পরিষদের চেয়াম্যান মুঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।