ফ্লোরিডা প্রতিনিধি: ২ অক্টোবর শনিবার সন্ধা ৭টায় বাংলাদদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা আয়োজিত আসন্ন ২৮ তম ফুড ফেয়ার ২০২২ কমিটি ঘোষানা উপলক্ষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
প্রথম পর্বের আলোচনা সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম এর উপস্থাপনায় সভাপত্বিত করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র সভাপতি এ বি এম গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান । উক্ত সভায় এশিয়ান ফুড ফেয়ার ২০২২ কমিটি ঘোষানা করা হয়।
Asian fair 2022 কমিটি
কনভেনার :- আবদুল ওয়াহহিদ মাহাফুজ
কো-কনভেনার :- মোহাম্মদ খোরশেদ
কো- কনভেনার :- সালাম চাকলাদার
চেয়ারম্যান : আউয়াল দয়ান কো- চেয়ারম্যান :- উত্তম কুমার দে
কো- চেয়ারম্যান:-কুতুব উদ্দিন
সেক্রেটারী :- মোহাম্মদ শাহেদ
জয়েন্ট সেক্রেটারী :- হাবীবুল্লাহ
জয়েন্ট সেক্রেটারী – মোহাম্মদ শফি
চীফ কর্ডিনেটর – মহিউদ্দিন
ইভেন্ট ডাইরেক্টর- ইমরান জনি
কালচার চেয়ারম্যান :- মুলসারী খানম ,এ্যাসিসস্টেন্ট কালচার চেয়ারম্যান – সামসুন নাহার,ভাইস কালচার চেয়ারম্যান – রনি
ম্যাগাজিন চেয়ারম্যান – আনোয়ারুল করিম শাহিন, ষ্টেল চেয়ারম্যান – রেজা ইসলাম ,কো – ষ্টল চেয়ারম্যান – মোরশেদ কালাম, মিডিয়া চেয়ারম্যান – রাশেদ কালাম, রিসিপশন চেয়ারম্যান – তানভীনকো,রিসিপশন চেয়ারম্যান – ফয়সল, এডভারটাইজমেন্ট চেয়ারম্যান অসিম রয়, ফাউন্ডারিং চেয়ারম্যান মো: মহিউদ্দিন ভুট্টু, ট্রান্সপোটেশন চেয়ারম্যান – অনিক দবে।
ষ্টেজ এবং ডেকোরেশন চেয়ারম্যান- সিরাজুল ইসলাম, পাবলিসিটি চেয়ারম্যান – মো: শাহাজান, ফাইন্যান্স চেয়ারম্যান – তহিদুল আলম টিটু, এনটারটেইনমেন্ট চেয়ারম্যান – আবু টি খান, ওমেন এফেয়ার্স চেয়ারম্যান – তিন্নি চৌধুরী
উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা :- মোহাম্মদ এমরান
উপদেষ্টা :-এ বি এম মোস্তফারফিকুল ইসলাম, রোবাইয়া মামুন, ডা: মামুন, ডা: এ আর কে প্রিন্স, ডা: সুলতান সালাউদ্দিন, ইমরাজ ইমু, দিপু জামান, নাঈম খান টিটন মালিক আরশাদ আলী, লিটন মজুমদার ,সজীব আহমেদ, শামীম ইমন করিম
উক্ত সভা ও নৈশ ভোজে সাউথ ফ্লোরিডার বিভিন্ন সংগঠন উপস্হিত ছিলেন ঢাকা ক্লাব , বাংলাদেশ ক্লাব , একতারা ফ্লোরিডা ,এর বি টিভি, নারী ফ্লোরিডা ,এবিপেক ,ফ্লোরিডা আওয়ামীলীগ,ফ্লোরিডা ষ্টেট যুবলীগ , ফ্লোরিডা মহিলা আওয়ামীলীগ। সভা শেষে সবাই নৈশ ভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি এফবিটিভি সরাসরি সম্প্রচার করায় উপস্থিত বক্তারা এফবিটিভি কতৃপক্ষকে ধন্যবাদ জানান।