মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করায় ক্যামেরুনের
পতাকাবাহী দুটি জাহাজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রানিসম্পদ
প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, ‘সি উইন্ড ও সি ভিউ নামের ওই
জাহাজ দুটি মিথ্যা ডিক্লিয়ারেশন দিয়ে গত ২১ আগস্ট বাংলাদেশের জলসীমায়
প্রবেশ করেছিল। বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ দুটি জব্দ করেছে। এ দুটি
বর্তমানে কর্ণফুলী জেটিতে আছে।’ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ
দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইঞ্জিন
মেরামতের নামে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল। তবে তা সঠিক
নয়। তারা অনেক অসত্য তথ্য দিয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি করা হবে। তদন্ত
সাপেক্ষে পাওয়া রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’