যুক্তরাস্ট্র প্রতিনিধি: ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর উদ্যেগে জাতীয় শোক দিবস এর আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় । ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর সাধারন সাম্পাদক মোহাম্মদ খোরশেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা ষ্টেট যুবলীগ এর সভাপতি আউয়াল দয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরিডা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ এমরান।
বিশেষ আলোচক কাজী সরওয়ার হাবীব (CIP) ছাড়া্লোও আলোচনায় অংশগ্রহণ করেন মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী মুনসারী খানম সীমা। কবিতা পাঠ করেন মুজিব বাহিনীর সদস্য ও বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি এবিএম গোলাম মোস্তাফা।
আলোচনায় আরো অংশনেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাংলাদেশ ক্লাব এর চেয়ারম্যান আরশাদ আলী, ABPAK এর CEO ইমন করিম।
একতারা ফ্লোরিডা’র CEO ইমরান জনি,ফ্লোরিডা’মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শামসুন নাহার যুবলীগ এর সিনিয়র সহ-সভাপতি হারুন চৌধুরী, ডাঃ শাহিন সাংগঠনিক সম্পাদক অসিম রয়, যুবলীগ নেতা সালাম তালুকদার কোরান তেলোয়াত পাঠ করেন রেজা ইসলাম, টিটু , তানভীর , শিপলু, ফয়সাল, আবদুস সালাম , সাইফুল ইসলাম বাবু নাট্যকার নোমান প্রমূখ ।