সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমানতকারীদের পক্ষে প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। পিপলস লিজিংয়ে ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের আমানতের অর্থ দ্রুত ফিরিয়ে দিয়ে তাকে রক্ষা করুন।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, পিপলসে জমানো টাকার সুদ থেকে অনেক বয়স্ক আমানতকারী সংসার খরচ চালাতেন; আবার অনেকে সন্তানদের শিক্ষা খরচ দিতেন বা চিকিৎসা ব্যয় নির্বাহ করতেন। এখন সুদ পাওয়া যাচ্ছে না, আসলও মিলছে না। এর মধ্যে টাকা ফেরত না পেয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। ক্যানসারে আক্রান্ত অনেকে চিকিৎসা করাতে পারছেন না। টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংক ও পিপলস লিজিংয়ে যোগাযোগ করেও সমাধান মিলছে না।