কুমিল্লার বুড়িরচং উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে
জানিয়েছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার
কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কুমিল্লার দেবীদ্বার
উপজেলার চরবাকর গ্রামের মো. বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর
গ্রামের এরশাদুল হক (২৭) এবং বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের অলি মিয়া (৪৩)।
পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁদের
বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ বলছে, ঘটনার সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুড়িচংয়ের কোমাল্লা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বুড়িচং থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে তিন ডাকাত গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।
ওসি জানান, আহত পুলিশ সদস্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।