দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এই অবস্থার মুখোমুখি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু।বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুর এখন পদত্যাগের কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তার পক্ষে সংবাদ প্রচারের জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে বিশেষ রাষ্ট্রীয় সুবিধা বা লাখ লাখ ডলারের উপহার দিয়েছেন বা দিতে চেয়েছেন।ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে ইসরায়েলের সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। আর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে।